মোংলা ইপিজেডে ১৯.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

মোংলা ইপিজেড, মোংলা, তৈরি পোশাক কারখানা, কিউএসএলএস, বেপজা,
রাজধানীর বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর করেছে চীনা কোম্পানি। ছবি: সংগৃহীত

মোংলা ইপিজেডে (এমইপিজেড) তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৯.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি কিউএসএলএস গার্মেন্টস কোম্পানি লিমিটেড।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি বছরে ৬০ লাখ পিস শার্ট, টি-শার্ট, জ্যাকেট, প্যান্ট ও শর্টস উৎপাদন করবে।

কোম্পানিটি জানিয়েছে, এই বিনিয়োগের ফলে ২ হাজার ৫৯৮ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আজ রোববার রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

বেপজার সদস্য নাফিসা বানুন্দ ও কিউএসএলএস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ওয়ানলে জুয়ান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

38m ago