জনগণ যদি নির্দেশ দেয়, তাহলে কারও বাড়িঘর রক্ষা পাবে না: শামীম ওসমান

শামীম ওসমান। ছবি: সংগৃহীত

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনাকে 'গালি' দিলে এত কঠোর জবাব দেওয়া হবে যে তারা উঠে দাঁড়াতে পারবেন না।

আজ শনিবার বিকেলে চাষাঢ়ায় রাইফেলস ক্লাবে অনুসারী নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, 'সাংবাদিক ভাইরা আপনাদের সাক্ষী রেখে বলছি, এমনিতেই তো আমাকে গডফাদার বলে। বিএনপি-জামায়াতের কাছে ডাইরেক্ট ম্যাসেজ দিচ্ছি, নারায়ণগঞ্জে যারা জাতির পিতার কন্যাকে গালি দিচ্ছে, একদম সাবধান। এত কঠোর জবাব দেওয়া হবে যে উঠে দাঁড়াতে পারবেন না।'

তিনি আরও বলেন, 'আমরা কিন্তু বিকলাঙ্গ না। আমাদের কোনো বিশেষ সাহায্য লাগে না। পুলিশ, বিডিআর, র‌্যাবের প্রয়োজন হয় না। এতদিন ধৈর্য ধরেছি, সামনে আর ধৈর্য ধরা হবে না।'

ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, 'রাজনীতি করতে চাইলে সুষ্ঠুভাবে করেন। কিন্তু গাড়িতে আগুন দেবেন, মানুষ পুড়িয়ে মারবেন, নেত্রীকে খারাপ গালি দেবেন। কিছু হলে, জনগণ যদি নির্দেশ দেয়, তাহলে কারও বাড়িঘর রক্ষা পাবে না। পরের চিন্তা পরে করব।'

সভায় অনুসারী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, 'সামনে খারাপ সময় আসছে। এই সময়টায় আপনারা সবাই এক থাকেন।'

আগামী ১৬ সেপ্টেম্বর শহরে জনসভার আয়োজন করার ঘোষণা দেন শামীম ওসমান। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু প্রমুখ।

উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ 'অশালীন' বক্তব্য দিলে জিভ কেটে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

21m ago