ঢাকার মোহাম্মদপুরে যুবকের কবজি বিচ্ছিন্ন, গ্রেপ্তার ৭
রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে এক যুবকের কবজি বিচ্ছিন্ন করে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শুক্রবার বাগেরহাট ও রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে আজ জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেপ্তারকৃতরা হলেন-- আহমেদ খান (২২), মো. হাসান ওরফে গুটি হাসান (২৪), হানিফ হোসেন জয় (২৪), রমজান (২৩), রাজু (১৯), রাফিদুল ইসলাম রানা ওরফে রাফাত (২৩) ও তুষার হাওলাদার (২৩)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে আরমান নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রাজধানীর মোহাম্মদ থানায় গত ২৭ আগস্ট হত্যাচেষ্টা মামলা করেন।
গতকাল রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের অভিযানে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় দেশীয় ধারাল অস্ত্র।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পূর্ব বিরোধের জের ধরে আরমানের হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়। নৃশংসতার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অবস্থান জানান দিত তারা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা আছে বলে জানায় র্যাব।
Comments