ভালো আছেন আফজাল হোসেন

আফজাল হোসেন। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

বরেণ্য অভিনেতা আফজাল হোসেন এখন ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আফজাল হোসেনের ঘনিষ্ট বন্ধু ফরিদুর রেজা সাগর দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আফজাল হোসেনের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। আশা করছি আজ বা কালের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

এর আগে, হার্ট অ্যাটাক ও নিউমোনিয়ায় আক্রান্ত আফজাল হোসেন গতকাল সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

 

Comments

The Daily Star  | English
fire at Secretariat

Secretariat fire sabotage or accident still not known: Fire service DG

Muhammad Jahed Kamal, director general of the Fire Service and Civil Defence, today said the cause of the devastating fire at Building No. 7 of the Bangladesh Secretariat still remains unknown

11m ago