সূর্যের পথে ভারতের সৌরযান

ভারতের সৌরযান আদিত্য-এল ১
ছবি: ইসরোর সৌজন্যে

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিলো ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল ১।

আজ শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে এ অভিযান শুরু হয়েছে। গতকাল থেকেই শুরু হয়েছে এই সৌরযান লঞ্চের কাউন্টডাউন।

হিন্দুস্তান টাইমস জানায়, সকাল ১১টা ২০ মিনিট থেকে আদিত্য-এল ১ মিশনের সরাসরি সম্প্রচার করেছে ভারতীয় মহাকাশ সংস্থা (ইসরো)

ইসরোর ইউটিউব পেজ, ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট, ইসরোর ফেসবুক পেজ ছাড়াও ভারতের জাতীয় টেলিভিশনে আদিত্য-এল ১ উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার করা হয়েছে।

বেঙ্গালুরুর ইউআর রাও স্য়াটেলাইট সেন্টারে তৈরি হয়েছে আদিত্য এল ১ স্যাটেলাইট। সূর্যের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য এটি উৎক্ষেপণ করা হচ্ছে। উৎক্ষেপণের পর এই উপগ্রহটি পৃথিবীকে বেশ কয়েকবার প্রদক্ষিণের পর সূর্যের দিকে পাড়ি দেবে।

সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছাতে এই আদিত্যকে মহাকাশে পাঠানো হবে বলে জানা গেছে। পৃথিবী থেকে এই স্থান ১৫ লাখ কিলোমিটার দূরে। গন্তব্যে পৌঁছাতে আদিত্য এল ১-এর লাগবে প্রায় ৪ মাস বা ১২৫ দিন। এটি এরপর ৫ বছর ধরে সূর্যের ওপর 'নজর' রাখবে।

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

40m ago