সূর্যের পথে ভারতের সৌরযান

ভারতের সৌরযান আদিত্য-এল ১
ছবি: ইসরোর সৌজন্যে

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিলো ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল ১।

আজ শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে এ অভিযান শুরু হয়েছে। গতকাল থেকেই শুরু হয়েছে এই সৌরযান লঞ্চের কাউন্টডাউন।

হিন্দুস্তান টাইমস জানায়, সকাল ১১টা ২০ মিনিট থেকে আদিত্য-এল ১ মিশনের সরাসরি সম্প্রচার করেছে ভারতীয় মহাকাশ সংস্থা (ইসরো)

ইসরোর ইউটিউব পেজ, ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট, ইসরোর ফেসবুক পেজ ছাড়াও ভারতের জাতীয় টেলিভিশনে আদিত্য-এল ১ উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার করা হয়েছে।

বেঙ্গালুরুর ইউআর রাও স্য়াটেলাইট সেন্টারে তৈরি হয়েছে আদিত্য এল ১ স্যাটেলাইট। সূর্যের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য এটি উৎক্ষেপণ করা হচ্ছে। উৎক্ষেপণের পর এই উপগ্রহটি পৃথিবীকে বেশ কয়েকবার প্রদক্ষিণের পর সূর্যের দিকে পাড়ি দেবে।

সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছাতে এই আদিত্যকে মহাকাশে পাঠানো হবে বলে জানা গেছে। পৃথিবী থেকে এই স্থান ১৫ লাখ কিলোমিটার দূরে। গন্তব্যে পৌঁছাতে আদিত্য এল ১-এর লাগবে প্রায় ৪ মাস বা ১২৫ দিন। এটি এরপর ৫ বছর ধরে সূর্যের ওপর 'নজর' রাখবে।

Comments

The Daily Star  | English
EU helping Bangladesh to strengthen border security

EU recommends revising ICT's legal framework in line with int'l standards

EU also underlined the importance of ensuring due process at all stages of proceedings to ensure justice

1h ago