আদানির বিরুদ্ধে শেয়ার বাজারে ‘অস্বচ্ছ’ লেনদেনের অভিযোগ

আদানির বিরুদ্ধে শেয়ার বাজারে ‘অস্বচ্ছ’ লেনদেনের অভিযোগ

মরিশাস ফান্ড নামের একটি 'অস্বচ্ছ' তহবিলের মাধ্যমে পুঁজি বাজারে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করে ভারতের আদানি গ্রুপ। যেখানে আদানি গ্রুপের 'অস্পষ্ট' সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন 'ওসিসিআরপি'।

আজ বৃহস্পতিবার ওসিসিআরপির এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, একাধিক ট্যাক্স হ্যাভেন ও আদানি গ্রুপের অভ্যন্তরীণ ই-মেইল পর্যালোচনা করে অনুসন্ধানী সাংবাদিকদের অলাভজনক প্রতিষ্ঠান গ্লোবাল নেটওয়ার্ক জানিয়েছে, তারা অন্তত দুটি ঘটনা খুঁজে পেয়েছে, যেখানে বিনিয়োগকারীরা এ ধরনের অফশোর প্রতিষ্ঠানের মাধ্যমে আদানির শেয়ার কেনা-বেচা করেছে।

প্রতিবেদন প্রকাশের পর আদানি এন্টারপ্রাইজেসের শেয়ার ২ শতাংশ কমেছে। এ ছাড়া আদানি পোর্টস, আদানি পাওয়ার, আদানি গ্রিন, আদানি টোটাল গ্যাস ও  আদানি উইলমারের শেয়ার ১ থেকে ২ শতাংশ কমেছে।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

Now