এশিয়া কাপ ২০২৩

প্রস্তুতি নিয়ে ভীষণ খুশি হাথুরুসিংহে

Chandika Hathurusingha
ছবি: ফিরোজ আহমেদ

এশিয়া কাপে যাওয়ার আগে মিরপুরে বাংলাদেশ দল অনুশীলন করেছে একদম নিবিড় এবং বেশ কিছুটা গোপনীয়ভাবে। স্কিল অনুশীলনের সেশনগুলোতে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। সপ্তাহ তিনেকের অনুশীলন নিয়ে ভীষণ সন্তুষ্ট প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই কদিন আসলে তারা কী করলেন তা বিস্তারিত তুলেও ধরেছেন তিনি।  

গত মাসের শেষ দিকে ফিটনেস ও মেডিকেল পরীক্ষা দিয়ে শুরু হয় জাতীয় দলের প্রস্তুতি। এশিয়া কাপের দল দেওয়ার পর অগাস্টের প্রথম সপ্তাহে কোচ হাথুরুসিংহে এসে শুরু করেন স্কিল অনুশীলন।

ধাপে ধাপে সেই অনুশীলন চলেছে বৃহস্পতিবার পর্যন্ত। সেদিন নিজেদের ভেতর একটি প্রস্তুতি ম্যাচ খেলেন ক্রিকেটাররা। প্রতিটি অনুশীলনেই ১৫ মিনিটের বেশি সাংবাদিকদের উপস্থিতি ছিল না।

'ক্লোজডোর' এই কঠোর অনুশীলন নিয়ে এশিয়া কাপে যাওয়ার আগে শনিবার সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশের কোচ। তারা এই কদিন কী কী করলেন তা বিস্তারিত জানিয়েছেন তিনি,  'প্রস্তুতি নিয়ে আমি ভীষণ খুশি। আমরা ফিটনেস ও মেডিকেল দিয়ে শুরু করেছি। এরপর স্কিল উন্নতির কাজ করেছি সাতদিন। পরের সাতদিন কৌশলগত ও ভূমিকা সম্পর্কিত অনুশীলন করেছি। শেষ পাঁচদিন ছিল ব্যক্তিগত অনুশীলনের, তারা কি করতে চায় তা নিয়ে। সব শেষে আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি।'

প্রস্তুতি ম্যাচ হলেও বাংলাদেশের ক্রিকেটাররা যে কতটা তীব্রতা নিয়ে তা খেলেছেন সেটাও জানিয়েছেন তিনি,   'আমি অনেক দলকেই অনুশীলন ম্যাচ খেলিয়েছি। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এসব ম্যাচে তীব্রতা ধরে রাখা কঠিন হয়। কিন্তু আমরা সর্বশেষ ম্যাচটাতে একদম শেষ বল পর্যন্ত সেই আবহ ধরে রাখতে পেরেছি। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলেছে। কাজেই সব কিছু নিয়ে আমি খুশি।'

রোববার এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে।

Comments

The Daily Star  | English

Yunus urges calm, condemns lawyer's murder

He has ordered an investigation into the killing and appropriate legal course, read a Facebook post of his Press Secretary Shafiqul Alam

52m ago