পুলিশের ভয়ে জুয়ার আসর থেকে বিলে ঝাঁপ দিয়ে ১ জনের মৃত্যু

জামালপুর

জামালপুরের মেলান্দহে পুলিশের অভিযানের কথা শুনে জুয়ার আসর থেকে বিলে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে ১ জন মারা গেছেন। উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিল এলাকায় এ ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সকালে জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাজীপুর এলাকায় ঝিনাই নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

মৃত মমিনুল ইসলাম রিপন (৪৮) হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। মেস্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, রিপন গতকাল সন্ধ্যায় প্রতিদিনের মতো বাড়ির বাইরে যান। রাত ১টা পর্যন্ত তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজা শুরু করে। পরে আজ সকালে ঝিনাই নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রৌমারি বিলে নিয়মিত জুয়ার আসর বসে। গতরাতে সেখানে পুলিশ অভিযান চালায়। সে সময় শিক্ষক রিপনসহ ৬ জন দৌড়ে ঝিনাই নদীতে ঝাঁপ দেয়। পরে ৫ জন সাঁতরে তীরে উঠে গেলেও রিপন ফিরতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সন্ধ্যায় জুয়া খেলার সময় রৌমারি বিল থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় পানিতে ঝাঁপ দিয়ে কারও মৃত্যুর খবর জানি না।'

এদিকে জানতে চাইলে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন ডেইলি স্টারকে বলেন, 'জুয়া খেলার সময় বিলে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে একজন মারা গেছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে আছে।'

'অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

4h ago