পুলিশের ভয়ে খালে ঝাঁপ, ২ দিন পর মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশের ভয়ে খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ কুদ্দুস সরদার (৪২) বালিগাও ইউনিয়নের চাষী বালিগাঁও গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে।
নিখোঁজের ২ দিন পর, আজ শুক্রবার সকাল ৮টার দিকে গৌরগঞ্জ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত বুধবার বিকেল ৪টার দিকে পুলিশের ভয়ে কুদ্দুস সরদার গৌরগঞ্জ খালের পানিতে ঝাঁপ দেয়। অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে পুলিশ সেখান থেকে চলে যায়। পরে কুদ্দুস সরদারের পরিবার ৯৯৯ ফোন দিলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে যাওয়া ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবু তাকে খুঁজে পাওয়া যায়নি।
কুদ্দুস সরদারের মা তহুরা বেগম অভিযোগ করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'পানিতে ঝাঁপ দিয়ে আমার ছেলে ভেসে ছিল। সেখানে পুলিশ ছিল, পুলিশের সামনেই সে পানিতে তলিয়ে গেল। কিন্তু পুলিশ তাকে পানিতে নেমে উদ্ধার করে নাই।'
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কুদ্দুসের বিরুদ্ধে ১২টি মাদক মামলাসহ আরও ২টি মামলা রয়েছে। ঘটনার দিন পুলিশের কয়েকজন সদস্য ইউনিফরম পরা অবস্থায় কোনো কাজে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। পুলিশ কুদ্দুসকে ধরতে যায়নি। কিন্তু পুলিশ দেখেই তিনি ভয় পেয়ে দৌঁড়ে খালে ঝাঁপ দেন। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উঠে আসতে বললেও সে উঠে আসেনি। এক সময় সে খালের স্রোতে ভেসে যায়।'
তিনি আরও বলেন, 'ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল বৃহস্পতিবার সারাদিন অভিযান চালিয়েও তাকে পায়নি। শুক্রবার সকালে স্বজনেরা ট্রলার দিয়ে খালে খুঁজতে গিয়ে তার মরদেহ ভেসে থাকতে দেখে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।'
Comments