ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে খেলনা পিস্তলসহ গ্রেপ্তার ২ 

জামালপুর

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করার সময় খেলনা পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ১০টার দিকে জামালপুরের ইসলামপুর পৌরসভার জেলা পরিষদ ডাকবাংলোয় এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- তানভীর আহমেদ তপু ও নিহাল আহমেদ লালাত।  দুজনই পার্শ্ববর্তী মালন্দহ উপজেলার বাসিন্দা।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করে ওই দুই যুবক বের হওয়ার সময় জুতা পরার চেষ্টা করলে তাদের মধ্যে একজনের পেছনে রিভলবার জাতীয় কিছু দেখতে পাওয়া যায় এবং নেতাকর্মীরা তাদের ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন। 

দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। 

এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ওসি সুমন তালুকদার আরও বলেন, ধর্মমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

Comments

The Daily Star  | English

Iran Guards say hit Israel's spy agency in Tel Aviv

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

7h ago