ভারতের মহাকাশযানের চাঁদে অবতরণ যেভাবে দেখা যাবে লাইভে

চাঁদে চন্দ্রযান ৩ এর সফল অবতরণের জন্য পূজা ও প্রার্থনা করছেন ভারতীয়রা। ছবি: রয়টার্স
চাঁদে চন্দ্রযান ৩ এর সফল অবতরণের জন্য পূজা ও প্রার্থনা করছেন ভারতীয়রা। ছবি: রয়টার্স

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) আজ ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে। ভারতের মহাকাশযান চন্দ্রযান ৩ এর অভিযানের শেষ পর্যায় শুরু হতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আজ ভারতের স্থানীয় সময় সন্ধ্যে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩।

আজ বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিতে এ বিষয়টি জানানো হয়েছে।

এই অভিযান সফল হলে ভারত একটি অভিজাত দেশের তালিকায় নিজেদের নাম লেখাবে, যারা সাফল্যের সঙ্গে চাঁদে মহাকাশযান অবতরণ করাতে সক্ষম হয়েছে।

সমগ্র মানবজাতি ও ভারতের ইতিহাসের এই ঐতিহাসিক মুহূর্তটি যাতে সবাই উপভোগ করতে পারে, সেজন্য আইএআরও ভারতীয় সময় বিকেল ৫টা বেজে ২০ মিনিট থেকে (বাংলাদেশ সময় ৫টা বেজে ৫০ মিনিট) অবতরণের ঘটনাটি সরাসরি সম্প্রচার শুরু করবে।

সম্ভাব্য অবতরণের সময় থেকে ৪৪ মিনিট আগে শুরু হওয়া এই লাইভ স্ট্রিমটি দেখা যাবে আইএসআরও'র আনুষ্ঠানিক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।

দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এখানে ভিডিও লিংকটি দেওয়া হল।

চন্দ্রযান ৩ মহাকাশযানের চাঁদে অবতরণের লাইভ

এর আগেও ভারত চন্দ্রযান ১ ও চন্দ্রযান ২ নামে ২টি চন্দ্রাভিযানের প্রচেষ্টা চালায়। দুর্ভাগ্যজনকভাবে, উভয় অভিযানই ব্যর্থ হয়।

সম্প্রতি রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫ চাঁদের বুকে আছড়ে পড়ে ধ্বংস হয়ে যায়। এই যানটিরও চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল।

ধারণা করা হচ্ছে চাঁদে যদি পর্যাপ্ত পানির উপস্থিতি পাওয়া যায়, তাহলে সেখানে মানুষের বসতি গড়া, চাঁদে মূল্যবান খনিজ সম্পদ আহরণ এবং মঙ্গল গ্রহের বিভিন্ন অভিযানও সম্ভব হবে।

এ কারণে রাশিয়া ও ভারতের পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্রও চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান চালানোর জন্য উৎসাহ দেখিয়েছে।

 

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago