২৫ আগস্ট ঢাকায়, ২৬ আগস্ট সব মহানগরে বিএনপির কালো পতাকা মিছিল

২৫ আগস্ট ঢাকায়, ২৬ আগস্ট সব মহানগরে বিএনপির কালো পতাকা মিছিল
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত

সরকার পতনের একদফা দাবি আদায়ে আগামী ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে এবং ২৬ আগস্ট দেশের সব মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, গত ১৮ ও ১৯ আগস্ট বিএনপির গণমিছিল ও পদযাত্রাকে কেন্দ্র করে সারা দেশে তাদের মোট ৩৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মোট ২ হাজার ১১৫ জনকে আসামি করে ৪টি মামলা করা হয়েছে। সেসব মামলায় মোট ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ জুলাই থেকে এ পর্যন্ত বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে মোট ১ হাজার ২০০ নেতাকর্মী আহত হয়েছেন। মোট ৩২৪টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫২১ জনকে। এসব মামলায় মোট আসামি করা হয়েছে ১৩ হাজার ১১৫ জন বিএনপি নেতাকর্মীকে বলে জানান রিজভী।

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch political party by next February

Anti-Discrimination Student Movement and Jatiya Nagorik Committee will jointly lead the process

10h ago