‘সিদ্ধ চাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেই ভারতের’

চাল, ভারত, বাসমতি,
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের কাকিনাডা অ্যাঙ্করেজে শ্রমিকরা সাপ্লাই ট্রাক থেকে চালের বস্তা আনলোড করছেন। রয়টার্স ফাইল ফটো

ভারতের খাদ্য সচিব সঞ্জীব চোপড়া বলেছেন, ভারত সিদ্ধ চাল রপ্তানিতে কোনো বিধিনিষেধ আরোপের কথা ভাবছে না।

আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত মাসে ভারত আতপ চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, এছাড়া গত বছর তারা ভাঙা চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

ভারত রপ্তানি কর আরোপ বা সিদ্ধ চাল রপ্তানিতে ফ্লোর প্রাইস নির্ধারণের কথা ভাবছে কিনা এমন প্রশ্নের জবাবে চোপড়া বলেন, 'এখন পর্যন্ত চাল রপ্তানি সীমিত করার কোনো প্রস্তাব করা হয়নি।'

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতের মোট চাল রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ সিদ্ধ চাল এবং সিদ্ধ চাল রপ্তানিতে দেশটি কোনো বিধিনিষেধ আরোপ করেনি।

চলতি বছরের আগস্টের শুরুতে ভারতের চালের মজুত লক্ষ্যমাত্রার প্রায় তিনগুণ ছিল বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার্স ফেডারেশনের সভাপতি প্রেম গর্গ রয়টার্সকে বলেন, 'সরকারের কাছে উদ্বৃত্ত মজুত আছ, খোলা বাজারে উদ্বৃত্ত আছে- এছাড়া, ২ মাসের মধ্যে নতুন ফসল আসতে শুরু করবে। চালের সরবরাহ তখন আরও বাড়বে।'

ভারতীয় কৃষকরা সাধারণত জুন-জুলাইয়ের বর্ষাকালে ধান রোপণ করেন এবং অক্টোবর থেকে নতুন মৌসুমের ফসল কাটা শুরু হয়।

চোপড়া বলেন, ১ অক্টোবর থেকে শুরু নতুন মৌসুমে সরকার কৃষকদের কাছ থেকে ৫২ দশমিক ১ মিলিয়ন টন চাল কেনার পরিকল্পনা করেছে, যা আগের বছর ছিল ৪৯ দশমিক ৫ মিলিয়ন টন।

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

4h ago