শোবিজে সাফা কবিরের এক দশক

'@১৮: অল টাইম দৌড়ের উপর' থেকে 'পারুল', 'দ্যা গার্ল নেক্সড ডোর'সহ বিভিন্ন নাটকে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি দৃঢ় ও সাবলীল অভিনয় দিয়ে শোবিজে ১০ বছর পূর্ণ করেছেন তিনি। 

এই দীর্ঘ যাত্রার বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে সাফা কবির কথা বলেছেন আজকের ক্যান্ডিড স্টারে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

7h ago