ডিএসসিসির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার উদ্যোগ

স্টার ফাইল ছবি

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিয়ন্ত্রণাধীন ৩ হাসপাতালে বিনামূল্যে এ রোগের পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

ডিএসসিসির আওতাধীন এই হাসপাতালগুলো হলো- মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার এই কার্যক্রম শুরু হবে। শুরুর দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই পরীক্ষা করা যাবে। এরপর শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও খোলা থাকবে এই হাসপাতালগুলোর ডেঙ্গু পরীক্ষার কর্ণার।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুসারে, চলতি বছর বাংলাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ৯২ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৪৩৫ জনের। এরমধ্যে একদিনে সর্বোচ্চ ১৯ জন মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।

এ অবস্থায় জুলাইয়ের মাঝামাঝি স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গুর যে কোনো পরীক্ষার ফি ৫০ টাকা নির্ধারণ করে দেয়। এর আগে সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএসওয়ান, আইজিজি এবং আইজিএম পরীক্ষা করাতে ১০০ টাকা খরচ হতো।

 

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

38m ago