জাবির নবনির্মিত ৬ আবাসিক হলের নামকরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ৬টি আবাসিক হলের নামকরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ নামকরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সিন্ডিকেট সভায় নবনির্মিত ৬টি হল ও একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। মেয়েদের ৩টি হলের (১৭, ১৮ ও ১৯ নম্বর) নাম যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীর প্রতীক তারামন বিবি হল হিসেবে নামকরণ করা হয়েছে। ছেলেদের ৩টি হল (২০, ২১, ২২ নম্বর) যথাক্রমে শহীদ তাজউদ্দীন আহমেদ হল, শেখ রাসেল হল ও কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে। আর স্পোর্টিং কমপ্লেক্সের নাম "শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স" রাখা হয়েছে।'
জাবির নবনির্মিত ৬টি হলের মধ্যে ২টি হল শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে। বাকিগুলোর কাজ শেষ হলেও জনবল সংকটে এখনো চালু হয়নি।
Comments