পাবনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্দ্রিপুর বাজারে স্থানীয় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।

নিহত যুবলীগ কর্মী শাহানুর রহমান (৩২) পাবনার সুজানগর উপজেলার বিরাহিমপুর এলাকার আবু বক্কারের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের একজন কর্মী।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাহানুর বুধবার দুপুরে সাথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্দ্রিপুর বাজারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে তার তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ডাক্তাররা তার মৃত্যুর কথা জানান।'

এ ঘটনায় চন্দ্রিপুর এলাকার মানিক হোসেন (৫০) ও মনির হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Comments