কক্সবাজারে বন্যায় আরও ৪ জনের মৃত্যু
কক্সবাজারে বন্যায় আজ বুধবার বিকেল ৪টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে।
আজ সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসন এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।
এ নিয়ে বন্যায় এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে আজ সকালে চকরিয়া উপজেলার সুরাজপুর এলাকার মাতামুহুরী নদী থেকে আনোয়ার হোসেন (৬০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, দুদিন আগে বাঁধ থেকে বন্যার পানিতে পড়ে আনোয়ার নিখোঁজ হন। সকালে নদী থেকে অজ্ঞাত আরেক যুবকের ভাসমান মরদেহও উদ্ধার করা হয়।
বন্যায় পেকুয়া ও রামুতে আরও ২ জনের মৃত্যুর বিষয়টি ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস। তবে, তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
Comments