ইয়েমেনে অপহৃত বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তা সুফিউল আনাম উদ্ধার
ইয়েমেনে অপহৃত বাংলাদেশি নাগরিক এ কে এম সুফিউল আনামকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুফিউল আনাম গত বছরের ফেব্রুয়ারিতে অপহৃত হন।
আজ মঙ্গলবার রাতে সুফিউল আনামের ছেলে সাকিফ দ্য ডেইলি স্টারকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বাবা মুক্ত হয়েছেন। আমি কয়েক ঘণ্টা আগে তার সঙ্গে কথা বলেছি। তিনি ভালো আছেন।'
সাবেক সেনা কর্মকর্তা সুফিউল আনামের মুক্তির বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান এবং প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।
গত বছর ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহরণের শিকার ৫ জাতিসংঘ কর্মীর মধ্যে বাংলাদেশের সুফিউল আনামও ছিলেন।
সুফিউল আনাম ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন।
সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করেন।
গত বছর অপহরণের ৬ মাস পর সেপ্টেম্বরে সুফিউল আনামের ভিডিও প্রকাশ করে আল-কায়েদার ইয়েমেন শাখা।
জঙ্গি সংগঠন আল–কায়েদা তাকে অপহরণ করেছে বলে ভিডিওতে জানান তিনি।
Comments