বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন সূচক

শীর্ষস্থান ধরে রেখেছে ব্র্যাক, সিটি ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স

টেকসই অর্থায়ন সূচক

বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের টেকসই অর্থায়ন সূচকে শীর্ষ ব্যাংক ও নন-ব্যাংক হিসেবে টানা তৃতীয়বারের মতো নিজেদের অবস্থান ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

এই তালিকায় থাকা অন্য ব্যাংকগুলো হলো—যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি ও বাংলাদেশ ফাইন্যান্স পরপর ২ বছর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের তালিকাভুক্ত হয়েছে।

২০২০ সালে রেটিং চালু হওয়ার পর প্রথমবারের মতো একই বিভাগে তালিকায় জায়গা করে নিয়েছে লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স।

Comments

The Daily Star  | English

Political clashes, mob attacks leave 25 dead in July 2025: MSF

The report, based on news from 18 media outlets and verified by rights activists, also noted an alarming rise in mob attacks, recording 51 incidents last month

8m ago