মোংলা বন্দরে প্রথমবারের মতো সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ

সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এমভি মারস্ক নুসান্তরা’ বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরে নোঙর করে। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলা বন্দরের জেটিতে প্রথমবারের মতো সাড়ে ৮ মিটার গভীরতার একটি জাহাজ নোঙর করেছে।

সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ 'এমভি মারস্ক নুসান্তরা' আজ বৃহস্পতিবার দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।

মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জাহাজটিতে ৭ হাজার ৩৫৭ মেট্রিক টন বা ৩১৫ বক্সে ৪৮৯ টিইইউ পণ্য আছে। এই মালামাল খালাসের পর জাহাজটিতে ২৬৩ বক্স ৩৬৭ টিইউ পণ্য পাঠানো হবে।'

পদ্মা সেতুর কারণে এ বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত হয়েছে এবং সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ নোঙর করায় এ বন্দর নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।

এর আগে, গত ২৫ জুন পানামার পতাকাবাহী ১৭২ মিটার দীর্ঘ এমভি ফিলোটিমো (গিয়ারলেস ভেসেল) মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। জাহাজটিতে ৭৫০ টিইইউ কন্টেইনার ছিল। 

এ বছরের ২৭ মার্চ ও গত বছরের ১২ সেপ্টেম্বর এ বন্দরে ৮ মিটার গভীরতার কন্টেইনার জাহাজ নোঙর করে।

Comments

The Daily Star  | English

Nahid warns against media intimidation, vows stern action

The government will take stern action against those trying to incite violence or exert undue pressure on the media or newspapers, said Information Adviser Nahid Islam today

12m ago