তারেক-জোবাইদার মামলার রায়

বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ-উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

আদালত প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। ছবি: চৈতন্য চন্দ্র হালদার/ স্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলার রায় ঘিরে বাড়ানো হয়েছে আদালতের নিরাপত্তা।

আজ বুধবার বিকেল ৩টায় এই রায় ঘোষণা করবেন আদালত।

প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়কে 'বেআইনি' উল্লেখ করে এর প্রতিবাদে আদালত প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

আদালতের বাইরে ব্যানার, ফেস্টুন হাতে বিএনপিপন্থী আইনজীবীরা অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন। ছবি: রাশেদ সুমন/স্টার

আদালতের বাইরে ব্যানার, ফেস্টুন হাতে তারা অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন।

আওয়ামী লীগপন্থি আইনজীবীরা কোর্টরুমের ভেতরে অবস্থান করছেন, যেখানে রায় ঘোষণা করা হবে।

কোর্টরুমে ভেতরে, বাইরে সর্তক অবস্থানে আছে পুলিশ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে ২০০৭ সালের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করা হয়।

কোর্টরুমে ভেতরে, বাইরে সর্তক অবস্থানে আছে পুলিশ। ছবি: চৈতন্য চন্দ্র হালদার/ স্টার

 অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ২ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপন করার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক, জোবাইদা ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলাটি করে দুদক। তদন্ত কর্মকর্তা ২০০৯ সালের ৩১ মার্চ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন।

তবে জোবাইদার মায়ের বিরুদ্ধে বিচার কার্যক্রম বাতিল করা হয়।

অবৈধ সম্পদ অর্জন ও এর তথ্য গোপন করার জন্য আইনে যথাক্রমে সর্বোচ্চ ১০ বছর ও ৩ বছরের সাজার বিধান আছে।

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

11h ago