নতুন সিনেমায় মিম

বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোরশেদ

ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

তার অভিনীত নতুন এই সিনেমার নাম 'দিগন্তে ফুলের আগুন'। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।

বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

সিনেমাটি নিয়ে মিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে। "দিগন্তে ফুলের আগুন" অসাধারণ একটি গল্পের সিনেমা। আমার বিশ্বাস ভালো কিছু হবে। আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে।'

'দিগন্তে ফুলের আগুন' ছাড়াও মিম অভিনীত 'অন্তর্জাল' সিনেমাটিও মুক্তি পাচ্ছে খুব শিগগিরই। এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোরশেদ

মিম অভিনীত 'মিশন হান্টডাউন' ওয়েব সিরিজটি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে প্রচারিত হয়েছে। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মিম।

Comments

The Daily Star  | English

‘May the sound of arms be silenced’

Pope Francis calls for peace across the world in Christmas message

1h ago