নির্বাচন পর্যন্ত আমাদের শান্তির সংগ্রাম চলবে: বাহাউদ্দিন নাছিম

বাহাউদ্দিন নাছিম
শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 'শান্তির সংগ্রাম' চলমান থাকবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ৩ অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত 'শান্তি সমাবেশে' তিনি এ কথা বলেন।

সমাবেশ বক্তৃতাকালে বাহাউদ্দিন নাছিম বলেন, 'বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশের মানুষের শান্তি বিনষ্ট করতে চায়। আজ ওই শান্তি বিনষ্টকারী সন্ত্রাসী বিএনপি-জামাতকে বলতে চাই, দেখো আমাদের ৩টি সহযোগী সংগঠনের লাখো নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে।'

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'অশান্তি-সন্ত্রাস সৃষ্টিকারী যারা গণতন্ত্রকে হত্যা করে স্বৈরতন্ত্র চালু করতে চায়, বাঁকা পথে যারা ক্ষমতা দখল করতে চায়, তাদের উদ্দেশে বলতে চাই তোমাদের নৈরাজ্য-অপকর্ম, ধ্বংসাত্মক রাজনীতি মোকাবিলা করতে আমাদের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এক হয়েছে।'

'আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা জানি, কীভাবে সন্ত্রাসীদের দমন করতে হয়, কীভাবে দেশের মানুষকে সাথে নিয়ে অপকর্ম রুখতে হয়,' বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, 'আমরা শান্তির সৈনিক, আমরা শান্তি চাই। আমরা নৈরাজ্য চাই না। আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই। নির্বাচন বাস্তবায়নের জন্য এক দফার লড়াই হবে, শান্তি এবং নির্বাচন। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের শান্তির সংগ্রাম চলবে। উন্নয়নের সংগ্রাম, প্রগতির সংগ্রাম আমরা চালিয়ে যাব। এটাই আমাদের প্রত্যয়।'

'আমরা রাজপথে, শিক্ষা-প্রতিষ্ঠানে, গ্রামে, পাড়া-মহল্লায় দেশের মানুষের পাশে থাকব। সন্ত্রাসীদের মোকাবিলা করে বাংলাদেশকে আমরা বাঁচাবোই বাঁচাবো,' যোগ করেন তিনি।

সমাবেশে আওয়ামী লীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, 'আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিন্তু নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য, শান্তি নষ্ট করার জন্য বিএনপি-জামাত ষড়যন্ত্র শুরু করেছে।'

তিনি বলেন, 'আজ এখানে আমাদের লাখো কর্মী উপস্থিত হয়ে প্রমাণ করেছে অতীতে যেভাবে বিএনপি-জামাতের দুঃশাসনের বিরুদ্ধে শেখ হাসিনার সৈনিক হিসেবে লড়াই-সংগ্রাম করেছি, ভবিষ্যতেও ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ আবারও তাদের পরাস্ত করবে। রাজপথে তাদের পরাস্ত করে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা সরকার গঠন করে দেশকে এগিয়ে নিয়ে যাব।'      

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, 'বিএনপি-জামাত দেশে নৈরাজ্য তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সজাগ পাহারায় আছে। কোনো অপশক্তিকে অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।'

বিকেল ৫টার মধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশস্থলে জায়গা না থাকায় গুলিস্তানের শহীদ মতিউর পার্ক থেকে জিপিও পর্যন্ত পুরো রাস্তায় অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

এছাড়া সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব, শিক্ষা ভবন, কার্জন হল, নগর ভবন, বঙ্গবন্ধু এভিনিউ, ফুলবাড়িয়া, পুরানা পল্টন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চারপাশে রাস্তায় দাঁড়িয়ে আছেন অনেক নেতাকর্মী।

এর আগে দুপুর আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩ সংগঠন আয়োজিত এ সমাবেশ শুরু হয়।       

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

1h ago