পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে আবারও ওয়াং ইকে নিয়োগ চীনের

কিন গ্যাং ও ওয়াং ই। ছবি: ডয়চে ভেলে

সরকারি দায়িত্বে এক মাস অনুপস্থিত থাকায় পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে তার পূর্বসূরি ওয়াং ইকে স্থলাভিষিক্ত করেছে চীন।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে দূত হিসেবে কিছুদিন কাজ করার পর গত ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান ৫৭ বছর বয়সী কিন। কিন্তু গত ২৫ জুন বেইজিং সফররত কূটনীতিকদের সঙ্গে দেখা করার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।

ইন্দোনেশিয়ায় একটি আন্তর্জাতিক কূটনৈতিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে না পারায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরে জানানো হয় যে, স্বাস্থ্যগত কারণে কাজ থেকে বিরত আছেন কিন। এরপর থেকেই তাকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। 

এর আগে, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন ৬৯ বছর বয়সী ওয়াং ই। 

Comments