বিএনপির সমাবেশের দিন শান্তি সমাবেশ করবে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ

বিএনপির সমাবেশের দিন শান্তি সমাবেশ করবে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ
মাইনুল হোসেন খান | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপি-জামায়াতের 'নৈরাজ্যের প্রতিবাদে' আগামী ২৭ জুলাই শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ৩ সংগঠন।

আজ সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মাইনুল হোসেন খান বলেন, 'যে গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই গোষ্ঠী হলো বিএনপি-জামায়াত। তারা একটি দেশবিরোধী শক্তি।'

'সেই বিএনপি-জামায়াতের হত্যা-ষড়যন্ত্র, নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আগামী ২৭ জুলাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago