দেশের ২ শেয়ারবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই,

সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের পতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লুচিপ সূচক ডিএস৩০ ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১৭২ পয়েন্ট হয়েছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪৪টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৪২টির কমেছে এবং ১৫৯টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। এদিন ডিএসইতে মোট ৭৪৬ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে যা ছিল ৯৪৭ কোটি ২ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসসিএক্স ২৯ পয়েন্ট কমে ১১ হাজার ১৯৮, সিএসআই ৩ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭, সিএসই৩০ ৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৬৬ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৩৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৮৭টির কমেছে এবং ৭৩টির অপরিবর্তিত আছে। সিএসইতে ১৫ কোটি ৫৩ লাখ ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকা।

Comments

The Daily Star  | English

IMF loan tranches: Agreement with IMF at last

The government has reached a staff-level agreement with the International Monetary Fund for the fourth and fifth tranche of the $4.7 billion loan programme, putting to bed months of uncertainty over their disbursement.

11h ago