হিরো আলমের ওপর হামলা: অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা

আজ মঙ্গলবার বনানী থানার এ মামলা দায়ের করা হয়।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
গতকাল সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রবীর দাশ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর বনানী থানার এ মামলা দায়ের করা হয়।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

রাজধানীর বনানী এলাকায় গতকাল সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছে দুর্বৃত্তরা। ওই সময় হামলাকারীদের গলায় 'নৌকা' প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা যায়।

Comments

The Daily Star  | English

BNP places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir led the six-member delegation at the State Guest House Jamuna.

2h ago