হিরো আলমের ওপর হামলা: ৭ জনকে আটক করেছে ডিবি

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৭ জনকে আটক করার তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এই তথ্য জানান।

ডিবি বলেন, 'বিস্তারিত তদন্ত চলছে, এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। সবাইকে আটক করা হবে।'

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিবি জানান, পুলিশ হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে। তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনো তিনি কোনো মামলা করেননি।

'এটি একটি বিচ্ছিন্ন ঘটনা' উল্লেখ করে তিনি বলেন, 'সকালে তিনি ৫০-৬০ জন সহযোগী নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। নির্বাচনের শেষের দিকে ৬০-৭০ জন নিয়ে তিনি ভোটকেন্দ্রের ভেতরে ঢোকেন। পুলিশ তাকে কম লোক নিয়ে ঢুকতে বলেছিল। কিন্তু তারা সেখানে বারবার একটি গ্রুপকে মারার জন্য উদ্যত হয়েছিল। পুলিশ তাকে ফেরাতে পারছিল না।'

ঘটনাটি '৩-৪ মিনিটের মধ্যে' ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, 'কেন্দ্র থেকে বের হওয়ার পর রাস্তার মধ্যে তাকে মারধর করেন। ঘটনার সময় গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এই হামলা করেছে তাদের মোটিভ কী ছিল তা আমরা তদন্ত করে দেখছি। সারা মাস হিরো আলম অবাধে ঘুরে বেরিয়েছেন, নির্বাচনের সারাদিনও সবকিছু ঠিক ছিল শেষ মুহূর্তে এসে কারা এমন করলো এটি আমরা তদন্ত করে দেখছি।'

মারধরের সময় হিরো আলমের সহযোগীরা তাকে রক্ষা না করে ছবি তোলায় ব্যস্ত ছিলেন বলেও জানান তিনি।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বিষয়ে ডিবি মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, 'নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক ছিল। শেষ মুহূর্তে হামলার একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা কোনো অনিয়মের অভিযোগ পাইনি।'

Comments

The Daily Star  | English

July uprising cases: Police extorting bribes from their own

Sub-Inspector Anup Biswas was hospitalised for nearly two weeks after being hit in the head by a chunk of brick during the quota reforms protests in the capital’s Rampura on July 18.

8h ago