মিশিগানে গাইবেন ফুয়াদ, পান্থ কানাই, কালা মিয়া

মিট দ্য প্রেস অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানে ১৪তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভালে মঞ্চ মাতাবেন তারকা শিল্পীসহ ১৫ সদস্যের বাংলাদেশি সংগীত দল।

জনপ্রিয় শিল্পীদের মধ্যে রয়েছেন—ব্যান্ড তারকা ফুয়াদ, পান্থ কানাই, বাংলা র‍্যাপার মোজা, তাসফিয়া ফাতিমা ও লোকজ সংগীত শিল্পী কালা মিয়া।

আগামী ২২ ও ২৩ জুলাই মিশিগানের ওয়ারেন সিটি স্কয়ারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) আয়োজিত ফেস্টিভালে গান পরিবেশন করবেন তারা।

গত ১৫ জুলাই সন্ধ্যায় ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে বাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

বামের সাধারণ সম্পাদক সুমন কবিরের সঞ্চালনায় সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী মেলার আয়োজন সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।

এতে জানানো হয়, ২ দিনের মেলা আয়োজনে বাংলা সংস্কৃতির ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হবে। থাকবে পোশাক ও দেশীয় খাবারের প্রদর্শনী এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন। ৪৬০ জন স্কুলপড়ুয়াকে দেওয়া হবে শিক্ষা উপকরণসহ স্কুলব্যাগ।

দেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি প্রবাসী জনপ্রিয় সংগীতশিল্পীদেরও পরিবেশনা থাকবে। এ ছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর রচিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত উৎসব চলবে। মেলা শেষে র‍্যাফেল ড্র-তে থাকবে আকর্ষণীয় অনেক পুরস্কার।

মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মতিন চৌধুরী, আহাদ আহমেদ, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী, উপদেষ্টা খাজা শাহাব আহমেদ ও আজহার রহমান প্রমুখ।

লেখক: মিশিগানপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago