মিশিগানে ঈদুল ফিতর উদযাপন

মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ১৮টির অধিক মসজিদে ৩৩টি ঈদ জামাত হয়।
মিশিগানে বাংলাদেশিসহ আরব ও আফ্রিকান মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাঙ্গালি অধ্যুষিত সিটি হ্যামট্রামেক, ডেট্রয়েট, ওয়ারেন, ট্রয়, স্টার্লিংহাইটসসহ অন্যান্য সিটিতে বাংলাদেশি দ্বারা পরিচালিত মসজিদগুলোতে ঈদের জামাত হয়েছে।

সেখানে বাংলাদেশিসহ আরব ও আফ্রিকান মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন। সকালে মিশিগানের আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মুসল্লিরা মসজিদের ভেতরই নামাজ পড়েন।

ডেট্রয়েট, হ্যামট্রামেক, ওয়ারেন, স্টারলিং হাইটসিটির অধিকাংশই মসজিদেই একের অধিক ঈদুল ফিতরের জামাত হয়। ডেট্রয়েট সিটির বায়তুল মোকারম মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে অধিকাংশ মসজিদে ঈদের জামাত শুরু হয় সকাল ৮টায় এবং সর্বশেষ জামাত হয় সকাল সাড়ে ১০টায়।

বায়তুল মোকারম ডিট্রয়েট মসজিদের ইমাম হাফেজ মাওলানা আহমদ কাসেম ঈদের প্রথম জামাতের ইমামতি করেন। খুতবা পরবর্তী সময়ে বিশ্ব মুসলিম উম্মাহসহ প্রবাসীদের কল্যাণে দোয়া পরিচালনা করেন।

এবারে মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ১৮টির অধিক মসজিদে ৩৩টি ঈদ জামাত হয়।

এদিকে মজিদুন নুর, মসজিদ আল ফালাহ, মসজিদ আল ইসলাহ, বায়তুল মামুর, বায়তুল ইসলাম, ফাতেমী মসজিদ, মোহাম্মদী মসজিদ, আল ফাতাহ, আল ইহসান ইসলামিক সেন্টার অব ওয়ারেন, সিডিআর মসজিদ, দারুল কোরআন মসজিদ, আমডা মসজিদসহ অন্যান্য মসজিদে মুসল্লিরা একত্রে মিলিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

লেখক: মিশিগানপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক

Comments