জুনে ৪৭৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৩: যাত্রী কল্যাণ সমিতি

প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

বিদায়ী জুন মাসে ৪৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫১৩ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছেন। একই সমযে রেলপথে ৪১টি দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়। আহত হন ৬ জন।

নৌ-পথে ১৭টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়, আহত হন ৩৫ জন এবং ২ জন নিখোঁজ হন।

আজ সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন যাত্রী কল্যাণ সমিতি এই পরিসংখ্যান তুলে ধরে।

সংগঠনটি জানিয়েছেম, জুন মাসে সড়ক, রেল ও নৌ পথে মোট ৫৩৩টি দুর্ঘটনায় ৫৬৮ জনের প্রাণহানি হয়। আহত হয়েছেন ৮৬৭ জন।

এর মধ্যে ১৬০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৬৮ শতাংশ। নিহতের সংখ্যার ৩৭ দশমিক ০৫ শতাংশ ও মোট আহতের ২৪ দশমিক ৬৩ শতাংশ।

সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে ১২৩টি এবং সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে ২২টি।

যাত্রী কল্যাণ সমিতি দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌ দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago