বংশালে পুকুরে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর বংশালে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

স্কুলশিক্ষার্থীর ঈশান নন্দি (১২) পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে বংশাল পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় ঈশান। পরে স্থানীয় লোকজন ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল থেকে ঈশানের চাচা পিজুস কর্মকার এসব তথ্য জানান।

তিনি জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয় ঈশান। বংশালের একটি মাঠে খেলাধুলার পর পুকুরে গোসল করতে নামে। তবে সাঁতার না জানার কারণে পানিতে নামার পরপরই সে তলিয়ে যায়। আশেপাশের লোকজন ও বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশানের চাচাতো ভাই হৃদয় নন্দি জানান, ঈশান পরিবারের সঙ্গে কোতোয়ালী শাখারিবাজার এলাকায় থাকতো। দুই ভাইয়ের মধ্যে ঈশান ছোট। ঈশানের বাবা সত্যজিৎ নন্দির এলাকায় মুদির ব্যবসা আছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বংশাল পুকুরের পানিতে ডুবে যায় ওই শিক্ষার্থী। পরে সেখান থেকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

43m ago