সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রাখাল ও ৬ মহিষের
বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় সেচ পাম্পের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ মহিষ ও ১ জন রাখালের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার হাটফুলবাড়ি এলাকার গরুমারা নামের স্থানে এ ঘটনা ঘটে।
মৃত রাখাল সবুজ প্রামাণিক (৪০) সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দির বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মহিষের পাল নিয়ে গরুমারা এলাকায় যান সবুজ। দুপুরে স্থানীয় শাহাজান আলী সাজুর সেচ পাম্পের তারে জড়িয়ে ৬টি মহিষ মারা যায়। এ সময় মহিষ বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজও মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেচ পাম্পের বিদ্যুতের তার বাঁশের খুঁটিতে টানানো ছিল। ঘাস খাওয়ার সময় সেখান থেকে বিদ্যুতায়িত হয়ে ৬টি মহিষ এবং সবুজ মারা যান।'
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণভাবে উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তার টানানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সেচ পাম্পের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে ওসি বলেন, 'কেউ অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।'
Comments