ভোক্তার অধিকার রক্ষায় সরকারি প্রতিষ্ঠান কিছু ক্ষেত্রে সম্পূর্ণ অকার্যকর: ক্যাব
সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা সীমিত এবং কিছু ক্ষেত্রে ভোক্তাদের অধিকার রক্ষায় সম্পূর্ণ অকার্যকর বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান।
তার ভাষ্য, সেই কারণেই পণ্যের দাম কারসাজির সঙ্গে জড়িত রাঘব-বোয়ালদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত নেই।
আজ মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত 'দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান প্রবণতা ও করণীয়' শীর্ষক সংবাদ সম্মেলনে ক্যাব সভাপতি এ মন্তব্য করেন।
মুক্ত বাজার নীতিসংশোধনের সময় এসেছে উল্লেখ করে গোলাম রহমান বলেন, 'প্রতিযোগিতামূলক বাজারে অতিরিক্ত মুনাফা অর্জন করা সম্ভব নয়।'
'অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট চিনি, পেঁয়াজ, ডিম, কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করে ভোক্তাদের কাছ থেকে হাজারো টাকা হাতিয়ে নিচ্ছে', বলেন তিনি।
ভোক্তাদের কল্যাণে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পৃথক বিভাগ গঠনের পরামর্শ দেন তিনি।
ক্যাব সভাপতি আরও বলেন, 'টেকসই উন্নয়নের জন্য সরকারের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন।'
Comments