জৈন্তাপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫, আহত ৭

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটের জৈন্তাপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার রাত ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় এ ঘটনা ঘটে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসড়কে একটি যাত্রীবাহী বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হন।

তিনি বলেন, 'সিলেট থেকে জাফলংগামী একটি যাত্রীবাহী বাস একই দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।'

সে সময় বৃষ্টি হচ্ছিল বলে জানান তিনি।

নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

Comments

The Daily Star  | English

65pc of suicide victims among students are teens: survey

Teenagers (aged 13-19) made up 65.7% of 310 students who died by suicide in 2024, according to a survey by Aachol Foundation.

1h ago