মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন অক্টোবরে

আগারগাঁও থেকে মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। ছবি: মোহাম্মদ আল মাসুম মোল্লা/স্টার
আগারগাঁও থেকে মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। ছবি: মোহাম্মদ আল মাসুম মোল্লা/স্টার

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেনের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন উপলক্ষে আগারগাঁও স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল কাদের জানান, শুরুতে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল—এই ৩ স্টেশন চালু হবে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল চলাচলে উদ্বোধন করবেন বলে সেতুমন্ত্রী গতমাসে জানিয়েছেন।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমানে এই রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

 

Comments

The Daily Star  | English

Renewable ambitions still mired in uncertainty

Although the Awami League government made ambitious commitments to renewable energy before being ousted by a mass uprising in August last year, meeting those lofty goals remains a distant dream for the country.

11h ago