ব্রাহ্মণবাড়িয়ায় ৪ বেসরকারি হাসপাতালকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ আর মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ছবি: স্টার

অস্বাস্থ্যকর পরিবেশ আর মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় চারটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে শহরের কুমারশীল মোড় এলাকার এই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. মোশাররফ হোসেন অভিযান পরিচালনা করেন। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী সার্জন ডা. সম্বিতা চক্রবর্তী এ সময় সেখানে ছিলেন।

সহকারী কমিশনার মো. মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, কুমারশীল মোড় এলাকায় অবস্থিত নবজাতক শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আল-খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটাল ও আলিফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার—এই চারটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখা গেছে। এছাড়া তারা মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করেছেন বলে প্রমাণ মিলেছে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নবজাতক শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটালকে ১০ হাজার টাকা, আল-খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার টাকা ও আলিফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় আরও কয়েকটি ক্লিনিককে সর্তক করা হয়।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago