বিএসএমএমইউ’র অনাবাসিক চিকিৎসকদের বকেয়া সম্মানী পরিশোধের নির্দেশ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনাবাসিক চিকিৎসকদের বকেয়া মাসিক সম্মানী ২ মাসের মধ্যে পরিশোধ করতে উপাচার্যকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে আন্দোলনরত বিএসএমএমইউ'র প্রায় দেড় হাজার অনাবাসিক চিকিৎসকের সম্মানী বৃদ্ধির আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির সময় বিচারপতি এস এম কুদ্দুস জামান ও এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, বিএসএমএমইউ'র দেড় হাজার অনাবাসিক চিকিৎসক গত নয় মাস ধরে মাসিক সম্মানী পাচ্ছেন না।
এই আইনজীবী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সম্মানী ভাতা দেওয়ার কথা বলা হলেও বিএসএমএমইউ'র ভিসি বলছেন, তার অফিস এখনো টাকা পায়নি।
মনির উদ্দিন বলেন, এর আগে গত ২৫ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং বিএসএমএমইউ'র উপাচার্যের কাছে এক হাজার ৫০০ অনাবাসিক চিকিৎসকের সম্মানী বৃদ্ধি এবং তাদের প্রাপ্য সম্মানী প্রদানের জন্য আবেদন করা হয়েছে।
তারা আবেদন নিষ্পত্তি না করায় আমি প্রয়োজনীয় আদেশ চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করি।
Comments