২ দিন ব্যাপী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে তাইওয়ান

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। ছবি: রয়টার্স

তাইওয়ান তাদের বার্ষিক সামরিক মহড়াকে সামনে রেখে ২ দিন ব্যাপী ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করতে যাচ্ছে।

আজ সোমবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন মতে, চীনের কাছ থেকে আসা হুমকির মোকাবিলার অংশ হিসেবে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে, যেটি আজ থেকে শুরু হতে যাচ্ছে।

পশ্চিমা বিশ্লেষকদের মতে, তাইওয়ানের ২ কোটি ৩০ লাখ মানুষ প্রায় সারাক্ষণই বেইজিং এর আগ্রাসনের হুমকিতে  থাকেন। চীন, গণতান্ত্রিক দ্বীপ তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে।

এমন এক সময় তাইওয়ানের দক্ষিণের পিংটুং কাউন্টিতে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে যখন তাইপে ও বেইজিং এর মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। গত ১ বছরের মধ্যে তাইওয়ানের কাছাকাছি জায়গায় চীন ২টি বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে। 

সর্বশেষ এপ্রিলে বেইজিং তাইওয়ানে উড়োজাহাজ হামলার মহড়া চালায়।

এটা ছিল তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠকের প্রতিক্রিয়া।

১৮০ কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালীর আশেপাশে বেইজিং এর আকাশ ও নৌ মহড়ার প্রতিক্রিয়া হিসেবে সোমবার ও মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

গত মাসে ৮টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের উপকূলের ৪৪ কিলোমিটার দূরত্বে চলে এসেছিল।

মে মাসে চীনের উড়োজাহাজ বহনকারী রণতরী তাইওয়ান প্রণালীতে আসে, যেটি খুবই বিরল ঘটনা।

দ্বিপাক্ষিক কূটনীতিক সম্পর্কেও দেখা দিয়েছে ফাটল, বিশেষত সাই নির্বাচিত হওয়ার পর। তিনি তাইওয়ানের ওপর চীনের দাবি মেনে নেন না, যার ফলে বেইজিং তার সরকারের সঙ্গে আলোচনা করতে অস্বীকার করেছে।

 

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

13m ago