বাংলাদেশের খেলোয়াড়দের কাছ থেকে একটুও ভালোবাসা পাইনি: ছেত্রি

ছবি: সাফ

বাংলাদেশ ও ভারত যখন ফুটবল মাঠে মুখোমুখি হয়, তখন দুই দলের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব বিরাজ করে। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সেই অভিজ্ঞতার স্মৃতিচারণ করলেন সুনিল ছেত্রি। ভারতের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড জানালেন, বাংলাদেশের খেলোয়াড়দের কাছ থেকে কখনোই কোনো ছাড় পাননি তিনি।

শনিবার দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের ২০২৩ সালের আসরের দুটি সেমিই মাঠে গড়াবে। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত আটটায় লেবাননকে মোকাবিলা করবে স্বাগতিক ভারত। দুই ম্যাচের দুই বিজয়ী দল আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে ফাইনালে।

সেমিফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি না হলেও ছেত্রিকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের ছিল ভীষণ আগ্রহ। তা হবে না-ই বা কেন! ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ৩৮ বছর বয়সী ছেত্রি। ৯২ গোল নিয়ে তিনি ফুটবল ইতিহাসেরই চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। দক্ষিণ এশিয়ার খ্যাতিমান ফুটবলারের প্রসঙ্গ এলে, তার নামই এখন সবার আগে উচ্চারিত হয়।

গতকাল শুক্রবার হওয়া সংবাদ সম্মেলনে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন ছেত্রি। সেখানে ছিল বাংলা-ইংরেজির মিশ্রণ। মজা করতেও পিছপা হননি তিনি। শক্তিশালী কুয়েতের বিপক্ষে আসন্ন ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা দিতে বলা হলে তিনি বাংলায় জবাব দেন, 'দাদা, আপনি কি জানেন, যখন আমি বাংলাদেশের বিপক্ষে খেলি, তখন ওদের ছেলেরা আমার সঙ্গে কীভাবে ট্রিট (আচরণ) করে?'

এরপর ইংরেজিতে বলে চলেন, 'এই বিষয়ে আপনার কোনো ধারণা আছে? তো ওদের প্রতি আমার বার্তা কোনো পার্থক্যই গড়ে দেবে না। কারণ যখন আমরা পরস্পরের বিপক্ষে খেলি, তখন যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়! মাঠে বাংলাদেশের খেলোয়াড়দের কাছ থেকে একটুও ভালোবাসা পাইনি আমি (হাসি)। তারপরও যেহেতু আপনারা আমার বার্তা শুনতে চাইছেন- আমি তাদেরকে শুভকামনা জানাই। তারা বাকি সব ম্যাচে ভালো খেলুক কিন্তু আমাদের বিপক্ষে না (হাসি)।'

ফাইনালে অবশ্য বাংলাদেশকেই চান চলমান সাফের গ্রুপ পর্বে ৫ গোল করা ছেত্রি, 'সত্যি বলতে, আমরা শুধু আমাদের ম্যাচ নিয়ে ভাবছি। অবশ্যই আমরা ফাইনালে উঠতে চাই। যদি আপনি আমাকে ফাইনালের প্রতিপক্ষ বেছে নিতে বলেন, তাহলে আমি বাংলাদেশকে চাই। এর কারণ হলো তারা সাফের দল।'

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

4h ago