দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ছে ন্যাটো মহাসচিব ইয়েনস স্টলটেনবার্গের

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ছবি: রয়টার্স ফাইল ফটো

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো বর্তমান মহাসচিব ইয়েনস স্টলটেনবার্গের মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে।

আজ বৃহস্পতিবার ন্যাটোর কূটনীতিকদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, এ বিষয়ে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ ২০১৪ সাল থেকে এই পশ্চিমা সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছেন। ইতোমধ্যে মহাসচিব হিসেবে তার মেয়াদ ১ বছর বাড়ানো হয়েছে, যেটি আগামী অক্টোবরে উত্তীর্ণ হওয়ার কথা ছিল।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে নতুন কাউকে মহাসচিব পদে নিয়োগ না দিয়ে স্টলটেনবার্গকেই ১ বছরের বর্ধিত দায়িত্ব দেওয়া হয়। এখনো ইউক্রেন-রাশিয়া সংঘাতের কোনো কার্যকর সমাধান না আসায় দ্বিতীয় দফায় স্টলটেনবার্গের দায়িত্বের মেয়াদ বাড়ানো হবে। 

৩১ সদস্যের জোট ন্যাটোর একাধিক কূটনীতিক নিশ্চিত করেন, এ ভূমিকার জন্য উপযুক্ত নতুন কোনো প্রার্থী খুঁজে না পেয়ে জোট সদস্যরা আরো ১ বছরের জন্য স্টলটেনবার্গের (৬৪) মেয়াদ বাড়ানোর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন।

সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছিল, তারা প্রায় সবাই সম্প্রতি তাদের অপারগতার কথা জানিয়েছেন। উল্লেখযোগ্যদের মধ্যে আছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেদেরিকসেন ও যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জুলিঅ্যান স্মিথ ঐক্যমত্যের বিষয়টি নিশ্চিত করেননি।

তবে তিনি সাংবাদিকদের জানান,  মহাসচিবের পদ নিয়ে 'আগামী দিনগুলোতে' একটি ঘোষণা আসবে।

জুলিঅ্যান জানান, 'জোটের মিত্ররা সম্ভাব্য বিকল্পের মধ্যে ইয়েন্স স্টলটেনবার্গের মেয়াদ বাড়ানোর বিষয়টিও খতিয়ে দেখবেন।'

 

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

6m ago