ক্রামাতরস্কে ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ২ জেনারেল ও ৫০ সেনা কর্মকর্তা নিহত: রাশিয়া

মঙ্গলবার ক্রামাতরস্কের রিয়া পিজ্জা রেস্তোরাঁয় একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে শিশু সহ ১২ জন নিহত হন। ছবি: রয়টার্স
মঙ্গলবার ক্রামাতরস্কের রিয়া পিজ্জা রেস্তোরাঁয় একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে শিশু সহ ১২ জন নিহত হন। ছবি: রয়টার্স

এ সপ্তাহে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ পূর্ব ইউরোপের শহর ক্রামাতরস্কে হামলা চালায় রাশিয়া। এ হামলায় ২ ইউক্রেনীয় জেনারেল ও অন্তত ৫০ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।  

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, '২৭ জুন ক্রামাতরস্কে চালানো হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর ২ জেনারেল ও অন্তত ৫০ জন সেনা কর্মকর্তাকে নিশ্চিহ্ন করা হয়েছে।'

বিবৃতিতে আরো জানানো হয়, 'অন্তত ২০ জন বিদেশী ভাড়াটে সেনা ও উপদেষ্টাও এ হামলায় নিহত হন।'

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রুশ বাহিনী 'ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৫৬তম মোটোরাইজড পদাতিক ব্রিগেডের একটি অস্থায়ী অবস্থানের ওপর' নিখুঁত ও কার্যকর হামলা চালায়।

মঙ্গলবার ক্রামাতরস্কের রিয়া পিজ্জা রেস্তোরাঁয় একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে শিশু সহ ১২ জন নিহত হন।  এছাড়াও, অন্তত ৫৬ জন আহত হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

US to make history either way

Kamala Harris and Donald Trump launched a final frenzied campaign blitz yesterday, hitting must-win Pennsylvania on the last day of a volatile US presidential race that polls say is hurtling towards a photo finish.

8h ago