সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ২ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উল্লাপাড়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাইবান্ধার সুজন শেখ (৩২), রাব্বি হোসেন (২৪), নাটোরের মাসুদ রানা (৩০) ও আয়ান শেখ (৪)।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির।

তিনি জানান, আজ সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পুকুরপাড় এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি আমবোঝাই পিকআপের সঙ্গে গরুবোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে শিশুসহ ৪ জন নিহত হন। আর আহত হন অন্তত ২ জন। দুর্ঘটনায় ৩টি গরুও মারা গেছে।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago