ঈদের দিন সকালেও ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

গতকালও ঢাকায় বৃষ্টি হয়েছে। ছবি: প্রবীর দাশ

আগামীকাল বৃহস্পতিবার ঈদুল আজহার দিন সকালেও রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আগামীকাল সকালেও ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হবে। স্থানভেদে বৃষ্টিপাতের পরিমাণ কমবেশি হবে।'

কাল সারাদিনই বৃষ্টি হতে পারে উল্লেখ করে আবদুর রহমান খান আরও বলেন, 'কাল সকালে যে বৃষ্টি হবে, সারাদিনই থেমে থেমে তা অব্যাহত থাকতে পারে।'

গতকালও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি আজও অব্যাহত আছে। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানান আবহাওয়াবিদ আবদুর রহমান খান।

আজ সকাল ৯টায় দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস বিজ্ঞপ্তিতে দেশের ৮ বিভাগের ৪৪টি স্থানের পরিস্থিতি রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেই ৪৪ স্থানের মধ্যে দিনাজপুর ছাড়া বাকি ৪৩ স্থানেই বৃষ্টিপাত হয়েছে।

এই সময়ে সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে। আর রাজধানীতে এই সময়ে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Comments

The Daily Star  | English

Economy poised to encounter substantial hurdles in H2 of FY25: BB

Despite various monetary and fiscal tightening measures, inflation has remained persistently high, staying above 10 percent

56m ago