৪০টি গরু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়া স্টেশনে কোরবানির পশু তোলা হচ্ছে ট্রেনে। ছবি: স্টার

চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে কোরবানি পশু পরিবহন শুরু হয়েছে। প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুটি ওয়াগনে ৪০টি গরু ও ৬টি ছাগল নিয়ে একটি ট্রেন যাত্রা শুরু করেছে।

অন্যান্য বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানির পশু পরিবহনের জন্য আলাদা ট্রেন চালু করা হলেও এবার ম্যাংগো স্পেশাল ট্রেনেই পরিবহন করা হচ্ছে কোরবানির পশু।

চাঁপাইনবাবগঞ্জের রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, ট্রেনটি সন্ধ্যা ৬টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। আড়াই ঘণ্টার বেশি বিলম্বে রাত ৮টা ৪০ মিনিটে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ ছাড়ে। বিশেষায়িত এ ট্রেনটি আগামী ২৬ জুন পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।

এর আগে সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ট্রেনে কোরবানির পশু পরিবহন কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ রেলওয়ের কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English
Protests disrupt city life in Dhaka

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

2h ago