'আনচেলত্তিকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ হবে,' বললেন নেইমার

ছবি: এএফপি

কার্লো আনচেলত্তিকে পেতে মরিয়া রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী বছর তিনি সেলেসাওদের দায়িত্ব নেবেন বলে কিছুদিন আগে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দলটির তারকা নেইমারের মতে, আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়া তাদের জন্য জরুরি।

ইতালিয়ান নাগরিক আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের চলমান চুক্তি শেষ হবে আগামী বছর। তার আগে তিনি স্প্যানিশ ক্লাবটি ছাড়বেন না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তাই অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের পর তিতের বিদায় নিলেও এখনও অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে কাজ চালাচ্ছে তারা। র‍্যামন মেনেজেস সেই দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি স্পেনে গিয়ে গিনির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল। সেসময় সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ কথা বলেছেন আনচেলত্তির সঙ্গে। জানা গেছে, আগামী ২০২৪ সালের গ্রীষ্ম থেকে ব্রাজিলের কোচ হতে সম্মত হয়েছেন তিনি।

৬৪ বছর বয়সী আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে আগ্রহী পিএসজি ফরোয়ার্ড নেইমারও। শুক্রবার ব্রাজিলিয়ান গণমাধ্যম ব্যান্ড স্পোর্টসকে তিনি বলেন, 'আমাদের একজন বিদেশি কোচ পাওয়া সুযোগ রয়েছে। আনচেলত্তি সবকিছু জিতেছেন। আমি নিশ্চিত যে তিনি আমাদের অনেক কিছু শেখাবেন।'

গোটা ব্রাজিল দলই আনচেলত্তিকে পেতে মুখিয়ে বলে উল্লেখ করেন নেইমার, 'আমি জানি যে জাতীয় দল এই ব্যাপারটাকে অগ্রাধিকার দিচ্ছে। আমাদের সভাপতি তাকে চুক্তিবদ্ধ করতে চান। আর খেলোয়াড়রাও চায় যে এটা হোক। আমি, ভিনি (ভিনিসিয়ুস জুনিয়র), (এদার) মিলিতাও সবাই চাই।'

সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না ব্রাজিলের। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর গত তিনটি প্রীতি ম্যাচের দুটিতে হেরেছে তারা। এমন পরিস্থিতিতে চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী আনচেলত্তিকে গুরু হিসেবে পাওয়াকে গুরুত্বপূর্ণ মনে করেন নেইমার, 'তাকে দলে পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হবে। যদিও এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। আশা করি, রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তিনি আসবেন।'

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago