৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ ও পদত্যাগ দাবি করে সিইসিকে আইনি নোটিশ

cec_habib1.jpg
কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এবং তার পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিম।

গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা করে তাকে রক্তাক্ত করার ঘটনায় সিইসি মন্তব্য করেছিলেন, 'উনি কি ইন্তেকাল করেছেন।' এমন মন্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন ও অবমাননাকর' উল্লেখ করে এই আইনি নোটিশ দেওয়া হয়েছে।

সৈয়দ ফয়জুল করিমের পক্ষে আইনি নোটিশটি দিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল বাসেত।

এতে বলা হয়েছে, আইনি নোটিশটি হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে ৫০০ কোটি টাকা পরিশোধ করে কাজী হাবিবুল আউয়ালকে পদত্যাগ করতে হবে।

আইনি নোটিশে আইনজীবী বলেন, সিইসির দায়িত্বজ্ঞানহীন, অবাঞ্ছিত, অশালীন, অমানবিক, বেআইনি ও অনৈতিক বক্তব্য তার মক্কেলের শারীরিক, মানসিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষতি করেছে, যা অপূরণীয়।

এ ছাড়া, তার মর্যাদা ও সুনামের ক্ষতি হয়েছে, যার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা।

আইনি নোটিশে দাবি করা হয়, 'এই পরিস্থিতিতে, আপনি এই নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে আপনার দায়িত্বজ্ঞানহীন, অবাঞ্ছিত, অশালীন এবং অনৈতিক বক্তব্য প্রত্যাহার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, ব্যাখ্যা দেবেন এবং দৈনিক পত্রিকায় এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করবেন। আপনি আমার মক্কেলকে ক্ষতিপূরণ হিসাবে ৫০০ কোটি টাকা দেবেন এবং এই সময়ের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করবেন। অন্যথায়, আমার মক্কেল একটি উপযুক্ত আদালতে আপনার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।'

 

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

3h ago