২৭-৩০ জুন দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

‘ফেসবুক পোস্টের’ জেরে মাদ্রাসা শিক্ষার্থীদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটিতে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন এই ৪ দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো।

আরও বলা হয়েছে, প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন যথাক্রমে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ৪ দিন বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Comments

The Daily Star  | English

13 former BDR members walk out of jail after 16 years

Family members expressed overwhelming joy at the release, reuniting with their loved ones

31m ago