বেআইনিভাবে ভরাট করা পুকুর খনন করে দিচ্ছে জেলা প্রশাসন
প্রভাবশালীরা ভরাট করে ফেলার পর নগরীর উত্তর কাট্টলী এলাকার প্রাচীন কালী পুকুরটি পুনরায় খনন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার বিকেল থেকে পুকুরটির পুনরায় খনন কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।
তিনি বলেন, আইন অমান্য করে ৩ ব্যক্তি পুকুরটির কিছু অংশ ভরাট করে স্থাপনা নির্মাণ করতে চেয়েছিল। বিষয়টি জানতে পেরে আমরা অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধ করে দিয়েছি। পাশাপাশি জেলা প্রশাসকের নির্দেশে পুকুরটি পুনরায় খনন কাজ শুরু করেছি।
অভিযুক্তরা হলেন- তুষার সেন, পিতাম্বর সেন ও জহিরুল ইসলাম।
ওমর ফারুক বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করার অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পুনরায় খননকাজে ব্যয়ের অর্থ তাদের কাছ থেকে আদায় করা হবে।
Comments